পাগলী রে আমার মত আছে কি কেউ তোর,
চাইলে তুই এনে দিবে সকাল আর প্রহর।
তোর ব্যথায় দুটি চোখে কে হবে রে জল,
এলোমেলো হয়ে গেলে কে গোছাবে বল!
খুব ভালোবাসি তারপরেও দিস যদি আঘাত,
একদিন মরণ হবে দেখতে পাবি হঠাত্‍ ।


জীবন নিয়ে কত আর খেলবি, তুই আমার জান,
তুই আমার বুকের উষ্ণ খন্ডে তুই আমার প্রাণ।


তোর জন্য রক্ত নিয়ে খেলতে পারি প্রলয় মেলায়,
তোর জন্য ঘরবাড়ি ছেড়ে পালাতে পারি ভাঙা ভেলায় ।


পাগলী রে তুই সবকিছু বুঝেছিলি,
কাঁপা কাঁপা হাতে শরম-রাঙা হয়ে খামচে দিয়েছিলি।
তোর জন্য চুপ হয়ে যেতে পারি সুন্দর এই ভূবনে,
আমাকে আর কষ্ট দিসনে বাঁচা একটু প্রাণে।
বিপ্লবী কবিতার খাতা তোর স্তুতিতে ভরে,
পাগলী রে তোর প্রেমের জন্য যেতেও পারি মরে ।


রচনার সময় ও স্থানঃ ০২/০৩/২০১৮, ভেলোর তামিলনাডু ইন্ডিয়া।