অশুভ লগনে ভুমিষ্ঠ হল বিষাক্ত সন্তান,
বিকৃত হল জন্ম, অন্য ধারায় বহমান।
পূর্বের শাসকদের গুড বাই করে,
নব সম্রাট প্রতিশ্রুতির স্বর্ণমুকুট পরে।
অজ্ঞ প্রজা বিজ্ঞ-লোভী জুটে গেল একরাশ
শাসক হল শিয়াল পন্ডিত, রাম গেল বনবাস।
সুবিধা ভোগীরা পেল তাদের কাঙ্ক্ষিত রাজাত্ব,
অর্থের পাহাড় নিয়ন্ত্রণের রচনা করেনি তত্ব।
সাধারণকে বঞ্চিত করে গড়ে বিত্ত-অট্রালিকা,
শাসক যখন প্রতারক হয় সেটা বড় বিভীষিকা।


বাগযুদ্ধে মেতেছ অভিযোগ খন্ডনে,
তোমরা কেন মাতো না মানবের কল্যাণে।
প্রতিশ্রুতি দিয়েছিলে কিছুই করনি তার,
কোন সুযোগ চাওয়ার রাখনি অধিকার।
সরল মানুষের সামনে মুখোশ গিয়েছে খুলে,
ওরা বিশ্বাস করবে আর একথা যাও ভুলে।
তোমরা ধূর্ত শৃগালের মত বুঝেছে বেশ,
বিশ্বাস নয় আর তোমাদের দিন হলো শেষ।
মন খারাপ না করার কথা ছিল তবুও হয়ে গেল,
প্রতারিত বেদনা শর্তের দেয়াল ভেঙেছে শক্ত শাবলে।