শিকড় থেকে শিখরে যেতে,
উৎস হতে উৎসবে মিলেছে সবে।


ঐতিহ্য নিয়ে ঐশ্বর্য,
নির্জনতা ঘেরা নিসর্গ।


সংকটে সংস্কার হীনতা,
দূর হোক জীর্ণতা আর দীনতা।


সকাল পেরিয়ে বিকাল,
রাত্রি শেষে আলো ঝলমল।
সোনালী আলোয় একটি নতুন দিন,
সপ্তাহ, মাস, বছর পরে এমন ক্ষণ।


রঙিন গোধুলী শেষে হয় সুর্যাস্ত,
এলে সকাল বলে সবে শুভ নববর্ষ।
শুরু হয় নতুন ক্যালেন্ডার,
নতুন বছর হোক সম্ভাবনার।