স্বর্গীয় আলোক তব লাগিল পরানে,
সবকিছু ভুলে যাও নবীর স্মরনে।
বিপদে আপদে তুমি নবী সহচর,
ঈঙ্গিতে করিতা কাজ কতই উদ্ধার।
হিজরতে নবীর সাথী হয়েছিলে তুমি,
বাঁধা বিঘ্ন সব কিছু নিয়েছো মাথায় তুলি।
কত মরু কত পাহাড় লঙ্গিলে ত্রাসে,
স্বীয় প্রাণে ভয় নাহি নবীকে বাঁচাতে।
শ্রান্ত ক্লান্ত হয়ে নবী গুহার ভিতরে,
উরু বিছাইয়া দিলে বিশ্রাম করিতে।
গিরি গুহায় সর্প গর্তে পা রেখে তুমি,
নবীকে আশ্রিত কর নিজ কোলে রাখি।
আশিবিষে দংশি করে চরণে তোমার,
বিশ্রামে ক্ষতি ঘটে কর নি চিৎকার।
অলক্ষ্যে অশ্রু ঝড়ে নবীজীর দেহে,
চমকিয়া ওঠেন নবী কিসের পানি ঝড়ে।
পবিত্র মুখের লালা দিলেন দংশন আঘাতে,
অমনি বিষের জ্বালা গিয়েছিল মুছে।
তৃষ্ণিত চাতক চায় জলদির জল,
তোমার তৃষ্ণা ছিল ধর্মের ফলাফল।
মরিয়া অমর তুমি ধরণীর কোলে,
স্মরন করেছি মোরা ভক্তির সনে।
স্বর্গীয় আলোকে ফুটে সিদ্দিকীয়া ফুল,
অবিরাম তব নাম ঘোষে নর কুল।