টাকা দিয়ে জগত পানে চলছে নানান খেলা,
টাকা দিয়ে তৈরি হচ্ছে রঙ বেরঙের মেলা।
বঙ্গবন্ধুর ছবি আঁকা নামটি তাহার টাকা,
টাকা বিহীন জীবন মোদের একদমই ফাঁকা।
টাকায় জীবন,  টাকায় মরণ,
টাকায় পাল্টায় জীবন-ধরণ।
টাকায় আনে টাকা, টাকায় আনে সুখ,
টাকা দিয়ে সর্বনাশ, আনে অনেক দুখ।


প্রকৃতি নিয়ম মাফিক থাকছে ঠিকই সচল,
টাকা না থাকিলে মানব জাতি হয় অচল।
টাকা হলো মাতা-পিতা, টাকাই ভাই,
টাকা ছাড়া দুনিয়াতে আত্মীয় যে নাই।
টাকা ছাড়া থাকবে একা,
ঘর হয়ে যায় ফাঁকা।
মরে গেলে জীবন সাথি,
বিধবা হয় নারী জাতি।
পুরুষ মানুষ হয় বিধবা,
পকেটে না থাকিলে টাকা।
পকেটে টাকা থাকিলে হবে স্বামী,
টাকা না থাকিলে সব হবে মরুভূমি।


যদি না থাকে টাকা হাতে,
পারিবে না চাহিদা মেটাতে।
থাকিলে হাতে টাকা,
ঘুরে যাবে ভাগ্যের চাঁকা।
টাকা বিনে জগত সংসার ভাবছো সবই ভুল,
ঈমান-আমল ঠিক রেখো সব পরকালই মূল।