কান দিয়ে নয়, শুন মন দিয়ে,
শুন তোমরা অধীর আগ্রহ নিয়ে।
নোংরা-জঘন্য ইতিহাসের কথা,
সাধু তরুণের গোপন পরিণয় মন্ত্রের দীক্ষা।
রোম সম্রাট ছিলেন ক্লডিয়াস নামে,
হয় তার নামে ভ্যালেন্টাইন ডে।
বলছি তোমায় বোনগো আমার,
১৪ ফেব্রুয়ারি হলে মেলবে দারুন অফার।
হচ্ছে যা সব এমন দিনে,
দেখেও তোমার কি হয়না ঘৃণে।
ফেব্রুয়ারির পনের যবে,
পত্রিকাতে দেখবে সবে।
দেখবে কত সম্রমহানী,
এটাই কি ভালোবাসার মানি।
মানুষ যখন বিশ্ব ভালোবাসা দিবস কি জানত না,
তখন পৃথিবীতে ভালোবাসার অভাব ছিল না।
যদি ভালোবাসার জন্য এই দিনটি হয়,
সারা বছরের ভালোবাসা একদিনেই হয়ে যায় পরিণয়।


ভালোবাসার জন্য এইদিনটি খুঁজি উত্তর সেই,
বাঁকি দিন গুলিতে কি ভলোবাসার প্রয়োজন নেই।
ভালোবাসার বিশেষ দিন নেই, উত্তর পেয়েছি ঢের,
বিশ্ব বেহায়াপনা দিবস থেকে সবাই ফের।
কেউবা বলে এই দিবসব্যাপী ভালোবাসবো বিশেষভাবে,
যে প্রেম হয় না অন্যদিনে, সেই প্রেম কতটুকু টিকে রবে।
নোংরামি-শঠতার মাঝে ভালোবাসা মূল্য নাহি থাকে,
বিধাতার অসন্তোষে মানুষের মনে ভালোবাসা না রয়ে।
মানুষের মনে আজ ঈমানের ঘরে বাসা বেঁধেছে ভুলের,
অপরিণাম মিডিয়া জীবন লুফে বাংলার তরুণ-তরুণীর।
বিশ্ব ভালোবাসা নাকি সবার চোখকে দিচ্ছে ফাঁকি,
তাইতো শুন বলছি আমি, তোমার জীবন অনেক দামি।
সবে যদি প্রকৃত মুল্যবোধ-নৈতিকতা শিক্ষা হয় ইসলাম,
ঈমানি শক্তি হবে অটল, পথ হারাবে না কোন মুসলিম।