হে বীর
" ভারত " মা আজও গর্বিত তোমার মত বীর সন্তান কে  বক্ষে ধারণ করে ৷
তাইতো কোটি - কোটি ভারতবাসী এই দিনে তোমার চরণ - ধুলার লুটায় পরে ৷


কিন্তু হায় ! তোমার স্বপ্ন , তোমার গৌরব আমরা দিচ্ছি যে সব জলাঞ্জলি ,
নব- কলেবরে গড়ে উঠতে কু- সভ্যতার অন্ধকারাচ্ছন্নে দিচ্ছি - পুষ্পাঞ্জলি ৷


একবার ফিরে এসে সাজিয়ে দাও "ভারত" মায়ের অলংকার,
অ-পদার্থ আমরা নিজের আখের গোছাতে করছি যে অহংকার।
                           শীর্ষেন্দু বৈরাগী