যে রাত গেছে চলে আমার জীবন থেকে
সেই রাত‌ই ফিরে এলো মুখে এক পশলা আবির মেখে।
গগনে নেই চাঁদের সেই উজ্জ্বল রশ্মি,
নেই কোনো খ‌ইয়ের মতো ছিটানো ন‌ক্ষত্রের আনাগোনা,
ধাবমান বায়ুর স্রোতে ভেসে আসে
সেই পুরোনো ধুলোমাখা স্মৃতি।
আর অশোক - অশত্থের এক রাশ পাতার পেছনে
তোমার প্রতিমূর্তি।
আবার যেন ফিরে তাকালো সেই রাত!
এই সবই নিশির স্বপন-- তাই হয়ে থাক।