(গীতিকবিতাটি বসন্তের শুরুর দিকে লিখা)


মনটা আমার গাইছে সুরের ছন্দতে আজ কোন সুখে ?
আসল মধুর বসন্ত দিন তাই তো হরষ বিণ বুকে ।
গাইছে কোকিল মাতল নিখিল সেই গানে ,
কানন কুসুম বাস তুলে আজ খুব ঘ্রানে ।
তাইতো সুরের বান ছুটে মোর গান আসে আজ এই মুখে ।
মনটা আমার গাইছে সুরের ছন্দতে আজ কোন সুখে ?


বইছে অধীর দখিনা সমীর প্রাণ আসে ভাই নিশ্বাসে ,
বসন্ত ঐ আসছে মধুর রুপ ধরে তাই দিক ভাসে ।
গাইবি কে আয় সঙ্গে আমার আয় তোরা ,
চল      বসন্ত সুর সঙ্গিতে গীত গাই মোরা ।
মনটা যে আজ উতলা আকুল করতে বরণ সুখটুকে ।
মনটা আমার গাইছে সুরের ছন্দতে আজ কোন সুখে ?
(মাত্রাবৃত্ত ছন্দ)