অন্তরে অনন্ত বেলা গভীর প্রণয়
থাকবে এটাই ছিলো ওয়াদা দুজনের ।
হৃদয়ে লাঙ্গল চালিয়ে দিয়েছি সার
পরম যত্নে বুনে ছিনু বীজ প্রেমের ।
জীবনের হতাশা ভুল ভ্রান্তি দৈন্যের
অন্ধকার, আসুক যত বেদনা দুঃখ ।
যত হুঙ্কার মেঘের গর্জন, তুফান
দুর্গম পথ পাড়ি দিয়ে আনবো সুখ ।
জীবনের কাহিনী সু-সময়ে হাটবে
দু’জনের সূখ শান্তি উপচে পড়বে ।
অন্তরের তৃষ্ণা মিটবে ভালোবাসায়
পুন্য লোকের নিয়মে জীবন ভরবে ।
রুপ,রস ফুরিয়ে যাবে নদীতে ভাটা
জীর্ণ শরীর তবু টান অন্তরে রবে ।
যদি কোন দিন ডাক আসে ওপারের
এক সাথে নেয় যেন এ প্রার্থনা রবে ।
সেই সব ওয়াদা আজ কথার কথা
দুখ সাগরে ভাসিয়ে তুমি গেছো বহু দূর ।
জানি তুমি ফিরবে না আশা গুরে বালি
এই মনে শধু বাজে বেদনার সুর ।