বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গাই তোমার গুনগান ।
তুমি অবিসংবাদিত অবিস্মরনীয় নেতা
স্বাধীন বাঙ্গালীর পিতা ।
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
বাঙ্গালী এখন নয়তো কাঙ্গালী ।
তোমার কোন নয়তো তুল
ত্ততুমি বাংলাদেশের বুলবুল ।
অভাগা জাতিকে দিয়েছো অভয়
মুক্ত করেছো স্বাধীনতায় ।
তুমি বাংলার মানুষের শিরোমণি
তুমি বাংলার সোনার খনি ।
তোমার ৭ই মার্চের ভাষণ
উদ্দুব্দ হয় মন্ত্রের মতন ।
স্বাধীকার লাগি অজস্র বাঙ্গালী
দিয়েছে জীবন বিলি ।
করেছে যুদ্ধ হয়েছে স্বাধীন
বাঙ্গালী আজ বাঙ্গালীর অধীন ।
তুমি বাংলাদেশের বিশাল ইতিহাস
তুমি মানচিত্র তুমিই আকাশ ।
তুমি আঠারো কোটি বাঙ্গালীর প্রাণ
তুমি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ।