ছেলে বেলার ছেলে খেলা
পরে কত মনে ।
টুপা টুপি খেলার ছলে
হতাম বর কনে ।
আমি বাবা,তুমি মা
পুতুল ছেলে মেয়ে
সুন্দর সংসার করতাম দু’জন
গাছের ছায়ায় যেয়ে ।
হঠাত দু’জন ঝগড়া ঝাটি
মারামারি করে
ছেলে মেয়ে দিতাম ফেলে
তুমি আসতে তেড়ে ।
আমি তখন দিতাম দৌড়
তুমি কাঁদতে বসে,
কান্না কাটি শেষে আবার
কথা বলতে হেসে ।
আমি বাবা, তুমি মা
সত্যি সত্যি এখন,
হয়নি বিয়ে কপালের লিখন
এখন নইতো স্বজন ।
সে সব স্মৃতি মনে পড়ে
যখন একা থাকি,
ছেলে বেলার ছেলে খেলা
সবই যেন ফাকি ।