ঢোড়া সাপের নেই বিষ
ভয় দেখায় হিসহিস ।
ছোট ছোট পোলাপান
লেজ ধরে দেয় টান ।
ভয়ে ছোটে ঢোড়া সাপ
হিম শীতল গায়ে তাপ ।
অতীতে অতি ছিল বিষ
করতো শধু হিসহিস ।
সামনে পেতো যারে
ছোবল দিতো তারে ।
একদা বিষ রেখে গর্তে
যায় ক্ষুধা পেট ভরতে ।
এসে দেখে নেই বিষ
ক্ষোভে করে হিসহিস ।
মাছেরা বিষ করে সাবাড়
তাই কাটাতে বিষ সবার ।
ঢোড়া সাপের  নেই বিষ
ভয় দেখায় হিসহিস ।
ছোট ছোট পোলাপান
লেজ ধরে দেয় টান ।