হাড় কিপ্টে লোকটা বাড়ি ফেরার প্রান্তে
পকেট হাতায় টাকা সঠিক জানতে ।
গুনে দেখে পাঁচ টাকার কয়েন কম
ভাবতে প্রেশার বাড়ে যায় যায় দম ।
হাত খসে পড়লো কি কয়েন ধুলায়
উন্মাদ হয়ে খুজে ধুলায় এ বেলায় ।
ময়লায় জামা মুখ চেনা তার ভার
যেন ধুলায় মেকাপে সেজেছে জোকার ।
তবে পড়লো কি নর্দমার ভেতর
জলদি সেচে জল ডেকে মেথর ।
খুজে কয়েন কাঁদা ময়লার ভেতর
লাগিয়ে হাতে মুখে নাকে কানে আতর ।
নাই কোথাও নাই কয়েন পাঁচ টাকার
কেঁদে কেঁদে মন তার একে বারে ভার ।
দিন যে যায় কয়েনের শোকে কঞ্জস
খানা দানা নাই শুধু করে আফসোস ।
সাঝ বেলায় যে পকেট আবার হাতায়
এক কোনে টাকার কয়েন পেয়ে যায় ।
হাড় কিপ্টে খুশিতে ডাকে বাক বাকুম
হাসে হৃদয় কমে প্রেশার পায় দম ।
আস্ত পাঁচ টাকার কয়েন বলে কথা
তাইতো বলি না বলে বেটা যাবে কোথা ।