লাঙ্গল জোয়াল নিয়ে কাধে
যায় মাঠে খোকা ।
করবে চাষ ফলবে ফসল
থাকবে না কেউ ভুখা ।
ফসল ফলবে বারো মাস
থাকবে না ঘরে বসে ।
অলস জীবন কেউ কাটালে
মারবে ঘুষি কষে ।
হাত-পা আছে সবার
দুঃখ থাকবে কেন ।
বুদ্ধি খাটবে দেহ খাটবে
সুখ আসবে যেন ।
বিদ্যা শিক্ষা প্রশিক্ষণ নিয়ে
করবে কাজ ভিন্ন ।
দেশ রক্ষা করতে আবার
কেউ হবে সৈন্য ।
পারবে না কেউ বসে থাকতে
করতে হবে কাজ ।
দেশ গড়তে ডাকে খোকা
শুনতে হবে আজ ।