সরিষা ফুল সরিষা ফুল
নাইতো তোমার তুল ।
হলুদ বরণ শাড়ি পরে
মাঠে খাও দুল ।
কত রুপ নিয়ে তুমি
আসো পৌষ মাসে ।
ত্যোমার গন্ধে পাগল হয়ে
অলি গায়ে বসে ।
মধু খায় মধু নেয়
গায় গুন গুন ।
মিষ্টি রোদে দুলে বায়ে
অলি-ফুল দুজন ।
এমন দৃশ্যে মন ভরে
মন পড়ে প্রেমে ।
তাইতো আমি প্রতি বছর
ছুটে আসি গ্রামে ।