বিষাদ


একটি জগৎ আছে সবার, আমার -তোমার -সবার,
এখানে না, কেউ প্রবেশ করতে চায় না,
কখনোই চায় না,
অথচ, কতোই না দরদ,তোমার জন্য আমার, আমার জন্য তোমার||


ভালোবাসার শেষ থাকেনা, হয়না শেষ মাতাল আবেগ
বুকের এক কোনে কখনো ছুঁয়ে দেখেনি
এখানে কোন অগ্নি বীণার রেশ||


অসার লাগে বিরাম হীন রঙিন জীবন
সর্গে বসে দেখি চিরন্তন সত্য মরন
একটি সুর বাজে
নাহি থাকে মন কোনো কাজে||
কি কেন এমন মনে হয়,
কি করতে পারিনি জয়?


বসন্ত -শরৎ -হেমন্ত ..... সবই লাগে এক
প্রকৃতি যেন ঢাকা শহরের ট্রাপিক জ্যামে
আটকা আছে দেখ ||


দিন জায় রাত আসে এই শহর ঘুমিয়ে থাকে
লাল - নীল আলোর সাথে ঝি ঝি পোকা
খেলা করে,কিন্তু, সময় কাটে না এসব দেখে ||
রক্ত জমা চোখে অপেক্ষার স্মৃতি নিয়ে,,
বিষাদের বিষে সারা দেহে পুষে
তড়িৎ গতিতে আমায়
জেনো মরন রোজ রাতে জাগায়,।


শেষ হয় না এই মরন ব্যাধি,
সুন্দর- চির সুন্দর, চির অম্লান-
সমাপ্ত ঘটিয়ে রচিত হবে সমাধি।।


চার দার কেবলই অদৃশ্য অন্ধকার জীবনের সঁপেন
অতৃপ্ত , বেসামাল মাতাল মাতাল গতর,
লাজুক লাজুক আহত সপন,,
ভীতু ভীতু প্রাণ, ভালো লাগে না, নাকে এলকোহলের ঘ্রাণ


একটি অগ্নি কুন্ডু আছে , নীল শিখা অবিরত,
কেউ না, কখনোই জানতে চায় নি,
এখানে না একটি ঝর্না আছে,কত কান্নার মিছিল
পাথরের বুক বেয়ে বেয়ে গহিন গঙ্গা পথ হারালো
অথচ কেউ কোন দিন জানতে ই চাই লোনা,


মরুর ধূলায় কত স্বপ্ন দাপন হলো, পথ হারালো কত,,
কত তারা মেঘের ওপারে হয়নি আদৌ উদয়
সৈকতে র কত ঢেউ বিলীন হয় , না পায় কুলের নাগাল,,
কত নাবিক দিগ্বিদিক হারিয়ে, ছেড়েছে প্রাণের আশা
আজ আমিও তো হাঁটছি হয় তো, দিশা হীন পথে,


এত সবুজ কত নীল, কত হলদে ফুল ক্ষেতে
কত ভোমর উড়ছে-নাচছে গাইছে কত গান,
আমি যেন জন্মেছি বক্ষে নিয়ে হাজার কষ্ট প্রাণ
ঘুমের রাত হয় নিত্য আমার মোরগ ডাকা ভোরে
দিন বারো টা পেরিয়ে হয় প্রথম কুসুম প্রভাত
কেউ না,কোন দিন, কখনো, জানতে চাই লো না, কি এমন বিষাদ,,