সুখে রা বহু রুপি সময় বুঝে রং পাল্‌টায়,
অবাক বিস্ময় এক জোড়া চোখ ,শুধু বিবেক লালিত মানুষের দিকে........
এ জেনো,এ জেনো নাটকের এক মহা মহড়ায় মাতয়াড়া,,
সুখ বুঝি এমনি হয়? নাকি!?
নাকি সুখ শুধুই অনুভূতি - ,  উপলব্ধির অন্য কিছু?
সুখে রা বহু রুপি,সময় বুঝে রং পালটায়......
আমার সুখ -সাদা নুন ভাতে,কারো বা এতে উপহাস করে,
কারো সুখ - অহংকারে, কারো মুচকি হাসি পতনে বাহিরে ঘরে,,
কারন, সুখে রা নানান রুপি হয়,,
আমার সুখ -কারো জয়ের হাসি দেখে
কারো সুখ- ভুল ধরে সমালোচনা করে  করে  ,,


সুখ তুমি বড়ই অদ্ভুত !
সুখ তুমি -সবার বিছানায় যাও কত রঙ ধরো,,
তোমার না আছে জাত ,না ধর্ম ,না কর্ম,
তুমি জেনো পতিতা ব্যাশা,
অদ্ভুত তোমার কুকর্ম নেশা!


সকলের মনে বাসা বাঁধ তুমি নতুন নতুন রূপে,,
সব ডাকে সারা দাও যে যেমন সঁপে,,
আমার সুখ -কুঁড়ে ঘড়ে ,কারো বা- ইটের দেয়ালে,
ক্রন্দনে জ্বালা যতনে পান্তা খেয়ে আমার সুখ,
তা দেখে হাসে কেও হয় না কোন দুখ,,
সুখ তুমি কি!?
সুখে রা বহু রুপি সময় বুঝে রং পালটায়,


আমার সুখ -মোটা কাপড় খোলা গতরে গাদা খাটুনি রোদ পোহা নি,
তোমার সুখ- কোট পড়ে ফাঁকি দেয়া মহাজনেরে তা তুমি মনে রাখনি,
আমার সুখ- অন্ধ কে পথের দিশা দেয়া,
তোমার সুখ- সরল মানুষকে ধোঁকা দিয়ে সর্বস্ব নেয়া,,
সুখ তুমি -বহু রুপি, তোমার -না আছে লাজ- মনুষ্যত্ব, না বেদন, না ক্রন্দন ,
না, আছে হৃদ, না ক্রোধ, না শোধ,,


সুখ তুমি বড়ই বেসামাল সব দরজায় হাজির ,
তোমার মত এত নোংরা প্রকৃতির দেখিনি নজির,,
আমার সুখ- কালো আনকালচর  গ্রাম্য অশিক্ষিত আনস্মাট পবিত্র   বৌ এর
ঝলমলে মুক্ত হাসি দেখে,
তোমার সুখ - সানি লিওন এর মত সেলিব্রিটি তারকাদের  যোনি  দেশর
নোংরা পেন্টি শুঁকে,,
সুখে রা বহু রুপি সময় বুঝে রং পাল্‌টায়,