''চন্দনা''
- এম জসিম গাজী


তুমি কি!? কোথায় আছো-কি করছো চন্দনা?
দেখো আমি সেই ষোল বছরের অবুঝ যুবক -
"চুলে পাঁক ধরেছে প্রায়, অথচ তোমার বিশ্বলয় আমি বিরাজমান,
তুমি, কোন গল্পে রূপক কথায় ভুলে আছ দিব্যি কাটা কথায়,
দেয়ালের গতরে শ্যায়ালা জমে জমে পরগাছাদের বসবাস,
আমার গোলাপ সেখানে শোভা পায়নি,
তুমি তেলতেলে গতরে ওড়ায়ে বাতাসে চিকুর, কত বাহারি ঢং....


চন্দনা!?
তুমি বড় বেশি বেখেয়ালি, আমি কি আর তা জানতাম......
আজ-কাল তোমার সব স্মৃতি ঝলঝল তারাদের মত-
উদিত হয়ে হটাত মেঘের আড়ালে হারায়
তুমি নিষ্ঠুর! অণু পোটা,চিটেপোটা ও আমার কথা মনে নেই,


তোমায় অন্তত  ভালোবেসেছি তাই আমি ধারন করি -
সেই  প্রথম বিকেল,রংধনুর চাদরে সাজানো রক্তিম সূর্য বিদায়ী বেলা,
ধারণ করি,- চন্দনা,তোমার প্রথম আগমন-খেলার ছলে লাল শাড়ী পড়া,
ধারণ করি কপলের টিপ,


চৌদ্দ বছরের টলমলে যৌবনারম্ভ একচঞ্চলা কিশোরী
চন্দনা, তুমি কি করছো এখন? পৃথিবীর সমস্ত সুখেভেলায় ভাসছো,তাই না!?
হা, তাই,আমিও তো চাই কষ্টের কোনো চিটেপোটাও না লাগুক তোমার জীবনে,
আজ এতটা দিন পর কোন পাগল সে কথা মনে রাখে?
যা গত হয়েছে কত দিন… কত..... কাল!,


তোমার অদ্ভুত হাসি ছিল যেন পৃথিবীর সব ''সুন্দর'' শরমে মুখলুকতো
চন্দনা, তুমি!?জীবনের প্রথম চিরকুট আমায় লিখেছিলে-
ভালোবাসার কত মাধুরীমার্যিত কথাশৈলী শুধু -"প্রেম "
সে সব মনে হলে হয়তো অট্টহাসিতে উড়িয়ে দাও-ধুৎ...


চন্দনা, তোমাকে দেখেছি  হঠাৎ! -
চুপচাপ নিঃশব্দে  দুচোখ যেন তোমার  দুটি ঝর্না বয়ে যাচ্ছিলো.....
আমি শক্ত হয়ে তাকিয়ে ভাবলাম- ,হয়তো প্রেম এমনি হয়ে থাকে....
আজ তোমার চোখের সেই ঝর্না আমার পৃথিবী প্লাবিত করে যায়
চন্দনা, তোমার বসবাস আমার অস্তিত্ব জুড়ে ভাবতে ও ভয় হয়...