"দুঃস্বপ্নের- কুড়ি বছর "


_এম জসিম গাজী


"এত গুলো শক্ত দেয়াল ডিঙিয়ে -
তুই আজ ও কুড়ি বছর পর!?
স্বপ্নের সম্রাজ্ঞী হয়ে আজও অসামান্য অবদান  বীরত্বের,
কি লাভ আর? দুটি পৃথিবী, দূরত্ব আলোর গতিতে,
কে কার জগতের খোঁজ রাখার সময় হয়!?


তবুও তুমি এই অমানিশা রাতে....,
একলা অন্ধকার ঘরে তোমার আগমন
কত নিষেধাজ্ঞা পরোয়া আজ ঠিকই করোনা
অথচ! - আমার নয়নের জলে জলে কত মরা নদী তার স্রোত পেলো


বিষন্ন চোখে কত কথার জানান দেয়- আমার সান্নিধ্য
- আমার মুখের এক বা কিছু কথা,
জ্বালাতন খানিক অপেক্ষা - তাও তোমায় বেমানান
তবু আমি ইশারা করি- চোখের ভাষায়,
তোমার জন্য কোন ভুল নেই আমার ভাঙা  হৃদয়,,


তোমাতে খানিক উপলব্ধির করে আমার বুকের বাম পার্শে ব্যাথা....
তোকে কেমন যেন লাগছিল- মুখমণ্ডলে অসুখীর চাপ,
বে মানান লাগছিল বড্ডই তোমাতে,
হা হা হা..., - তুমি বললে আমায়- আমার মত কেউ কখনো ভালোবাসেনা,
হু হু হু করে কেঁদে উঠলে...


দুঃস্বপ্নের- কুড়ি বছর পর ঘন অন্ধকার রজনীতে
স্বপনের ভেলায় ছড়ে তুমি এলে,
সব স্বপনের দাপন সম্পন্ন করেই এলে,


কত অনুনয়- বিনয়ের অভিব্যক্তি,-
আমি যেন একটু সহজ হই,
আমি চিরকাল সহজই, তা ও তুমি ভুলতে বসেছ প্রায়
কত বাহানা,
ভোলাতে চাও আমার বেদনা,
পেলে আসা তিতে কথা,
তুই এত বেশী কেঁদেছিস,তার প্রমাণ দেয় চোখ যুগল,
হায়!