এত নীরব কেন তুমি?সময় হারায় বিদ্যুৎ গতিতে হে সোনার মানুষ ,
বলিয়ান হয়ে উঠ তেজী করো হৃদয়, বসে থাকার সময় নেই শুন  স্বপ্ন মেয়ে সু পুরুষ,,
হা হা হা করে,প্রাণ খুলে সমস্ত ভালোবাসা দিয়ে হাসো,
পৃথিবী জয় করতে হলে অণু তুচ্ছ প্রানকে ও নজির করা ভালোবাসো,,


তুমি কত কি জয় করেছ তা তো নিজে জানো হে শক্তি,
বর্ষা তুফান আলো হীন রাত ক্ষুদার্ত্ব পেটে মলিন মুখে, মলিন প্রাণে তবু চাও নি নিজ মুক্তি,,
হেসে হেসে , এক এক করে জেড়ে পেলে দাও জীবনের সব দুঃখ বেদন,
ঝড়া পাতায় দুঃখ করে না বৃক্ষ,সময় পার করে বরন করে নেয় নতুন সৃজন,,


মানুষ হাসতে পারে নিঃসংকোচে, এটাই তার জাদুর প্রদীপ,
হাসি দিয়ে বিশ্ব জয় হয়, জয় হয় পশুত্ব হৃদয়, জাগায় মহা সাগরে ও দ্বিপ,,
আকাশে বাতাসে পাতালে সলিলে
বিরহ ব্যাধিতে দিন যায় কাঁদিতে কাঁদিতে,- সার্থক হতো, তোমার মত এমন জীবন পাইলে,,


তুমি যত হাসবে প্রাণে শক্তি তত সন্ছারিত হবে,হবে পবিত্র পরিপূর্ণ দেহ আত্মা ,
সৃষ্টির সকল পানে সুখ খুঁজে নেবে ঔ অশান্ত বেদী জড়ানো নিজ সত্তা ,,
মহা শূন্য আকাশ তারকা রাজী  ইউনিভার্স ক্রমেই সম্প্রসারিত করছেন মহার সৃষ্টি কর্তা,
তা ,সব ভালোবেসেই করছেন,,


হাসি শিখতে বেশি দূর নয়,অবুঝ  শিশু মুখ পানে তাকাও,হাসি খানিই পুঁজি হাসিতে কি যাদু!
সবার বুকে স্থান যার,কোল ছাড়ছে ও না দাদু,,
হাসি হাসি মুখ খানা কার না লাগে ভালো?
হাসির রঙে রাঙিয়ে সকলের  সাথে মিলো,,
ভালোবাসায় জগৎ সৃষ্টি হয়েছে,  হয়েছে সৃষ্টি মানব,,
তোমার বুকের প্রেম দিয়ে জয় করতে পারো থেকো না আর নীরব,,