ঝড়


এম জসিম গাজী


"ঝড়" সারা অঙ্গ অভিশাপ এর,নির্দয়,নির্মম,
হঠাৎ উত্তর-পশ্চিম মুখি এক প্রবল-
স্রোতোবাতাসে আমাকে বাকরুদ্ধ করে গেলো
কালের সব ইতিহাস ভেঙে গেলো,
ভেঙে গেলো আকাশের সব নীলের খেলা গুলো,
দ্বিকবিদিক বোধ শূন্য করে দিলো,
সোনালী বিকেল,ভোরের সকাল,


অনাকাঙ্ক্ষিত এ ঝড় পিষে গেছে-
পৃথিবীর সমস্ত প্রাণ.........সমস্ত ফাগুন,
সমস্ত ফাগুন......,
সরল একটি পথকে,
চির তরে দুভাগ করে দিলো অবলীলায়,
এটি এত মহা শক্তি সঞ্চয় করে এসেছিল -
দুটি গ্রহকে দু ইউনিভারস-এর অধিবাসী করে রাখলো
চিরকাল তা সৃষ্ট এ দূরত্ব, কি ভয়ংকর...............


আমার সব কিছু হঠাৎ ঝড়ে বিবস্ত্র করে শুধু মূর্তি করে গেলো
আজ কত তুফান আমার মাথার উপর বয়ে যায়-
কোন বোধ নেই,অনুভূতি নেই
নির্বোধ এর মতো সহে যায় …
"ঝড়"  কবে কখন সব শেষ করে গেলে,
ঘুম ভেঙে দেখি আমার আকাশ
আর সেই আকাশ নেই, এত অন্ধকার তুমি ছড়িয়ে গেছো-
আমার দৃষ্টি কোন পথ না পেয়ে, এক মোড়ে,
এক পায়ে অন্তত কালের প্রতীক,