"মরিচিকা"


এম জসিম গাজী


বিচ্ছেদে বিচ্ছেদে বড় বেশি বিষন্ন এই সমাজ নগরী
দুর্গন্ধ ডাস্টবিনে পরিনত ভয়াল প্রেম


তবুও মানুষ প্রেমে মজে,
প্রেমে উৎসর্গ তাজা প্রান দিবে বলি,
বাজারে বাজারে প্রেমের বাহারি পরিবেশক


রাস্তার মোড়ে মোড়ে প্রেমেরা কত বেশি লাঞ্চিত
লজ্জিত, তবো প্রেম, প্রেমই সত্য -প্রবিত্র


ঘৃর্নিত উপেক্ষীত,তোমায় মারি লাথি
দিন শেষে হৃদপিণ্ড বলে প্রেম তুমিই ত চিলে মোর সাথী,