নীরবতা


-এম জসিম গাজী


ঝিঁঝি পোকার শব্দ!
মাথা ধরিয়ে দেয়,
আমার নিরবতা,
আমার একাকীত্ব,
ও ভাগ নিতে চায় -,"ঝিঁঝিঁ পোকা ",


এই ঘন অন্ধকার, ভারি গগন মেঘাচ্ছন্নতায়,
এ তো আমার অধিকার,
আমার কিনচিৎ অর্জন,,
পাশের রাস্তায়- মটর বাইকের গ্যর গ্যর আওয়াজ,
- সে ও হনন করতে চায় আমার চিন্তার বিলাসিতা,


বাকি সব ঠিক ঠেক,আগের মতই,
বাৎসরিক  নানা রকম দামী দামী  খাবারের ঘ্রাণ,
হৈ হুল্লোড়, -গ্রামে- ধর্মীয় মহা উৎসব,
অদূর হতে বাতাসে ভেসে আসা...
বালক বালিকাদের খিল খিল কিছু   অষ্ট হাসি,,
ককটেল এর আওয়াজে মাঝে মধ্যে আঁতকে উঠার মত-
এরা না কেউই চায় না আমার এই নীরবতা সফল হোক,,


প্রকৃতি আমায় মানিয়ে নিয়েছ ঠিকই,
কোথাও কোন ভাবনার পরিপন্থী নেই,
ঝাপটি মেরে গাছ গুলো দাঁড়িয়ে,
পাতা গুলো মনে হয় কৃতদাস, এক দম,
এক দম নড়ছেনা,
গাদা ফুলের ঘ্রাণ, তা ও উধাও,
প্রকৃতি সত্যি আমায় মানিয়ে নিয়েছে,


মহা দূরে-
সামান্য কিছু তারকার অস্তিত্ব অনুমান করা
যায়,
আমি সেখান থেকে আরো দূরে, ঔ কল্পনা জগৎ,
আমার বিচরণ এখানে,যা আমি নীরবতায় লালন করি,
ঝিঁঝি পোকার শব্দ ক্রমেই সম্প্রসারিত হচ্ছে,
আমার একাকীত্বকে,, সে হত্যা করতে চায়


রাধুনীগার হতে ঝাঁঝালো গোস্তের গন্ধ, -
আমায় বিরক্ত হয়, অথচ না!, আমার প্রিয় খাবার তালিকায় ছিল  তা,
আমার শরীরের চার পাশে শত খানেক মশার আক্রমণ
রক্তের নেশায় এরা মাথাল
সাইরেন বাজিয়ে বাজি তাদের আগমন ও রক্ত ছুষন্


এক বসায় হাজার কোটি যুগ ভ্রমণ,
রাশি রাশি বাহারি ভাবনার ভাঁজে ভাঁজে,
নিজে যে কোথায় হারালেম,
কে যানে?কার ঘুমের শিউরে,
লালিত চিন্তা রেখে আসি জনমে জনমে,


সারা বেলাইত আজ কেমন বাজে কেটেছে, -
ছিল- বৃষ্টি,
পথে পথে কাঁদা মাটির মিশ্রণ,
সবই ভালো লেগেছে তবুও
আমায় মানিয়ে নিয়েছি,
তবুও আমার ভালো লাগে
প্রকৃতি আমায় মানিয়ে নিয়েছ,
নীরবতার অঘোর গণ্ডিতে...