তোমাকে খুঁজে, ছুঁতে পারিনি তোমার তোমাতে---
উষ্ণ দেহের ওম হাতড়িয়ে কুড়িয়েছি সুখ
তোমার তোমাকে খুড়ে খুড়ে নিভৃতি খুঁজেছি
অথচ আমি তোমার তোমাকে ছুঁতে পারি নাই।
শরীরের সুতীব্র গভীর উল্লাসে যখন--
পরিত্রাণ চেয়ে খেলার মতো ভাসিয়েছি কাঠের শরীর,
বেহুলা হয়ে ছুঁতে পারিনি সে ভেলা।
জীবনের পরতে রাখা বিশ্বাসের ভাঁজ
কখন যে আলগা হয়ে অজান্তে- -
ছেঁড়ে গেছে আমার সুখের ঝাঁঝ।
অথচ অনেককাল ধরে উদাসিন বসে আছি শুধু একা
তোমার তোমাকে- - - ছুঁতে।