মাঝে মধ্যেই ভাবি ভাবনায় অতল-গহ্ববরে
সে ভাবনায় হয়তো নোঙর ফেলা হবেনা কখনো
তবুও ভাবি- - -
সে না হয় থাকুক অপেক্ষায় আজন্ম।
অথবা আসছে বসন্তে জলমগ্ন জলাশয়ে নিরালা দুপুরে
ঝরাপাতার নিঃশব্ধে ঝরে পরা মর্মর ধ্বনিবিহীন,
আমিও না হয় অপেক্ষার প্রহর ভেঙে
লোভি মাছ রাঙার মতো ছোঁ মারব
নির্জলা নির্মল তোমার শান্তজলে।যদি'বা মিলে
আমার কবিতার দু'একটি টুকটাক শব্দ।
বে-হিসাবী সময়ে সংসারের ছেলে মেয়ে,ঘটি বাটির টুংটাং আওয়াজ
সেরাটি দেওয়ার সুযোগ কই?
সুযোগ কই-তোমার শরীরের শুষ্ক রেখায় প্রলেপ দেওয়ার।
ব্যাস্ততার অন্ধকারে নাক ডুবিয়ে
শরীরের খাঁজে সস্তা পারফিউমের গন্ধে আবেশে ডুবে।
ঋণাত্বক মাতাল সময়
তবুও ভাবি-- - -
কিছু চমৎকার পাঠকের কথা
ভাবি একটি অনবদ্য কবিতা লেখার কথা।
যখন দেখি সংসারের টুংটাং শব্ধে সহজেই মিইয়ে যাই
আবার তাদের চাহিদার আলপথ ধরে হাঁটায় আমায় দীর্ঘকাল।
ঠিক তখন'ই অনুভব করি
সংসারের কোথাও এখনও বেঁচে আছি অনিচ্ছায়,
তাইতো গাঢ় রাত্রির নীরব গুহায় চোখ বড় বড় করে তাকিয়ে অপেক্ষায় থাকি
কবিতার শব্দস্নানে বেরুবো বলে।