আমি সেই- অবেলার, অবহেলা
নীরবে নিভৃতে ভেজা অভিমানী চোখ
আমাকে বুকের ওম দাও।
লাঙলের ফলা ছেড়ে আসা সমরাস্ত্র সজ্জিত ৭১
আমি সেই- নির্বাসন বুকে,বর্ষায় ভেজা জবুথবু ঘোলাটে চাঁদ।
আমাকে আর কী এমন বেদনায় ভেজাবে?
তপ্ত বুকে রপ্ত করেছি এতোদিন--
কিভাবে কতোটুকু পুড়তে হয়।
তবু সেই- পোড়া মজ্জা থেকে
কেঁদে উঠা ভালবাসার আকুতি।
আজ সেই- কান্না,সেই- ভালবাসার আকুতি নেমেছে কিছুটা মাটির শরীরে,
আমাকে কিছুটা বুকের ওম দাও।
যেভাবে ছেড়ে আসা লাঙলের ফলায়
মাটির বুক কর্ষণে ভরে তুলতে পারি,অবারিত পতিত জমিন।