এখনো তুমি বিমগ্ন অন্য কোথাও অন্য কোন নীলাভ আকাশে
উড়ছে সেথায় নানান রঙের ঘুড়ি
তুমি ভেসে আছো ভাসমান হাওয়ায় হাওয়ায়।
এখনও তুমি ভিন্ন কোথাও মত্ত্ব,অচেনা ফুলের ঘ্রাণ
ক্ষণিকের ছুঁয়ে যাওয়া নীলাভ ভ্রমর।
তোমার পালক খসে পড়ছে চেতনাহীন বিষণ্ণ প্রান্তরে
অধরে চুম্বুনে বিস্মৃতির অন্তরালে ছুঁয়ে যায় চেতনাহীন সৌরভ।
কখন যে স্মৃতির মোম গলে গলে পড়ে নিঃশেষিত শেষ আলোয়
এখনো তুমি বৈশাখী ঝড়ে ঈশান কোণে বিরুদ্ধ বাতাসে,
খুঁজে ফিরছো আদিম রাত্তির গভীর উড়াল।
এখনও দু'চোখ ভরা অস্পস্ট স্বপ্নের ছায়া
ভেসে যাচ্ছো দূরবর্তী চেনাহীন তুলে,
অথবা নিজেকেই দেখছো নির্জনে নিসর্গের আয়নায়।
তুমিতো উড়ছোই লাগামহীন
ভিন্ন আকাশে ভিন্ন নামে।
তবে মাঝে মাঝেই ডেকে উঠো প্রেম
অবেলায় গোধূলি আলোয়।
তাও কেনো জানি--
ভেসে যাচ্ছো অবচেতন মনে অজানায়
অবিশ্বাসী অন্তহীন ভেলায় ভিন্ন দিকে ভিন্ন প্রহরে।