দখিনা  জানালা খুলে দেখি সামনে
একাকী শৈশব আমার ঠাঁয় দাঁড়িয়ে।
সাইডুলির উপচে আসা পানির তোড়
হাওরের জমি একাকার করে
আধোডুবু নিঃসঙ্গ হিজলের মতো
কেন সে একাকী দাঁড়িয়ে!


ভাবতেই  একদলা বিষাদ উঠে আসে
গোধূলির হাঁট থেকে। হাত বদলের খেলায়
পিতামহের হাত ধরে যেনো
আমার পিতা বাড়ী ফিরছে।