মলিন হয়ে গেছে স্বপ্নের শরীর
এলোমেলো পিছন ফিরে দেখা
সেই আশ্বিনের কাঁচা বিকেল
হারিয়ে ফেরা নেশাচ্ছন্ন জলছবি।


অপরাহ্নের সীমান্তে যখন সন্ধ্যা নামে
শুধুই আঁধার-- আলোহীন মুঠো স্বপ্নে
ছিন্নপত্রে লিখা হয় দিন যাপনের হলুদ মৃত্যূ
তখন আমার কাছেই আমি যেনো অচেনা হয়ে উঠি।


ভুখা ফুলবানু যখন দ্বিধাহীন তৃষিত আঁধারে গতর বেচে
আমি সেই আঁধারে তখনও কিছু স্বপ্ন,অতিযত্নে আগলে রেখে- -
আমার কবিতার কিছু উপমা উদোম করে সহমর্মিতা দেখাই
এজন্য আমায় বলতেই পার আমিও কবিতার বারবনিতা,
প্রশ্ন করনা শুধু ভেবো,ফুলবানুরা কেন গতর বেচে?