বার বার বাড়াই হাত বাসনার দিকে
আমি ফিরে ফিরে আসি অসীম শূন্যতাকে ছুঁয়ে,
নিষ্পলক হিম একজোড়া চোখ চেয়ে থাকে
আমার দিকে একা---
কোটরে কষ্টের ব্যথিত  রোদন নিয়ে।
শরতের আকাশে চাঁদ মরে মেঘের আড়ালে
তবুও আমার ভালবাসা বেঁচে থাকে শূন্যতার ভেতর,
অথচ তোমার সেই শূন্যতা ঘিরে আমার দীর্ঘশ্বাস, আর বেদনার অবারিত ঘ্রাণ।
তোমার না থাকার মাঝে সারা প্রান্তর জুড়ে নীরবতা সুনশান,
কেনো যে তবু গহীন হৃদয় খুলে
তোমাকে পাওয়ার প্রেরণায় জাগি অসীম রাত।
বিনিদ্র নেশায় ঘাড় কাত করে মেতে
নষ্ট আঁধারে সুখের স্বপ্ন লিখি জীবনের বাসনায়।
বুকভরা তৃষ্ণা নিয়ে যতোই টানি বন্ধন সুতো
ছিঁড়ে ছুটে চলি কোন এক নিদ্রারত কিনারে।
বসন্তে যে ঘ্রাণ পাইনি ফুলের নির্যাসে,
সে কি আর সহজে দেবে ধরা, বর্ষার মৌন বিষাদে?
এখন আমার শূন্য খা-খা একাকী রাত---
বেড়ার পাশে লক্ষ্মী প্যাঁচার গলায় শুনি অবিশ্বাসী ডাক,
তবুও কেনো যে বার বার বাসনা আমায় তৃষ্ণার্ত করে
তুমিহীনা উদাসীন মগ্নতায়।