হঠাৎ কোনো এক অচেনা বিকেলে
এক কাপ চায়ে মিশে যায় সকল অভিমান,
যে বুক ভাঙা দীর্ঘশ্বাস লুকিয়েছিলো হৃদয়ের স্তরে স্তরে,
সেটি আজ নতুন স্বাদের মতো সহজ —
তাকিয়ে থাকে নিজেকেই রোদে শুকানো আকাশের নিচে।

যে ব্যথা গতকালও ছিঁড়ে ফেলেছিল
নিজের দেহের শিকড়,এখন নীরবে বসে দেখে
দূরের কোনো রোদে, গলে যাওয়া স্বপ্নের রেখা
আর ভাবে,সব কিছু শেষ হয়ে যায় না,
আর সব বেদনা চিরকাল বয়ে বেড়ানো যায় না।

যেমন কালো মেঘেরও একদিন থেমে যেতে হয়
তেমনই থেমে দাঁড়ানো মানুষও —
তার রক্তে বেঁচে থাকে অনন্ত সূর্যের প্রতিজ্ঞা।
যে শিখে গেছে না বলতে,
সে-ই শিখেছে হারানোকে ক্ষমা করতে।
এভাবেই একদিন সে হয়ে ওঠে নিজেরই আকাশ
যেখানে কেবল উন্মুক্ত হাওয়ার সারল্য
আর সেইখানেই লুকিয়ে থাকে বেঁচে থাকার আসল অনুশীলন।