অমন করে কি দেখছো!ভাবছো?
কেমন আছি, কোথায় আছি, কিভাবে?
বেশ ছিলাম,বেশ আছি- - যেমন
থাকে কূয়াশাবৃত মাঘের হিমশীতল ভোর, সূর্যহীন।
ওখানে যেমন কড়কড়ে আঙুলের কড় গোনে দিন যায়
এখানেও ম্যাড়মেড়ে স্বপ্ন বুনে বালুকাময় জীবন পার হয়।
এখানে জীবনযাপনে যতোই ক্লান্তি থাক তবুও - -
প্রত্যেহ দুয়ার এঁটে শুনি রাতের কড়ানাড়া আর খানিক,
অনুভব করি জ্বালাহীন হৃদয়ের একান্তে ফেলে আসা কিছু মায়া।
এরপরেও বলব ওখানে আর এখানে দুইয়ের মাঝে বেশ আছি ভালো আছি,সবাই যেমন থাকে
নির্মোহ জীবনের বাঁকে বাঁকে।