যতো ব্যার্থতা গ্লানি নিঃসঙ্গতার দহন আমার থাক
শুধুই তুমি শরতের আকাশের শুভ্রতাটুকু নিয়ে নাও
বৈশাখের কালোমেঘ যতোটুকু পারো দিয়ে যাও।
নিদ্রাহীন নিশিতের নিকষকালো অন্ধকার
অবিশ্বাসী নাবিকের চোখের কোটরে জমানো নিরুদ্দেশ খেয়ায় --
লখিন্দরের ভেলার মতো ভাসিয়ে দিয়ে যাও,
যতোটা পার ফসলিম সংসারের
সব-সুখটুকু নিয়ে তোমার তরিখানি বাও।
তুমি আশ্বিনের পূর্ণিমার স্বচ্ছ আলো
আর--
অঘ্রানের ভরা সোনালী ক্ষেতের ফসল নিয়ে যাও,
চৈত্রের উপোসী রাতগুলোর দহন আমার থাক
মধ্যরাত্রির শোকের অসুখ উদরে জ্বলুক,
তুমি শুধু ভোরের প্রথম আলোটুকু নিংড়ে নাও।
আমার জন্মের ক্লেদে ভেসে যাওয়া -অতিদুর ভবিষ্যৎ থাকুক নিজস্বতায়,
তুমি শুধু সাজিয়ে রেখো ভালবাসা, বুকের গভীরে।
বন্ধুর পথচলা আমার থাক--
তোমার থাকুক শুধুই চলার মসৃণতা।
আকণ্ঠ গ্লানিরা আমার বুকের গভীরে বাসা বাঁধুক প্রাপ্যের উল্লাসে
তোমার থাকুক শুধুই বক্ষলগ্ন দিন
আমার থাকুক নিরন্তর ঝরে পড়া
বর্ষার কাছে কিছু ঋণ।