কেউ কখনো যদি বিকিয়ে দাও, সোনাঝরা রোদ
এসো তবে, ঘুটঘুটে রাতের বাজারে
তোমার অপেক্ষায় চৈতালি প্রহর।


উদ্বৃত্ত আলো হতে পথ দেখাও, হে বিপ্লবী যাদুকর
প্রেমের মশাল হাতে খুরদার ঘোড়ায় চড়ে
বিন্যস্ত করো কায়েমি জনপদ, নির্জলা ।


আহা! সময় বড়োবেশি অসহায় এখন,ঘোরকালো--
অন্ধকারে ছেয়ে গেছে বিপন্ন জনপদ
জ্বালিয়ে পুড়িয়ে খাক করি যতো আপদ।


এসো মানুষ, এসো গঙ্গাস্নানে সবাই নিষ্কলংক হই
এসো মানুষের পদতলে সান্ধ্যপ্রদীপ জ্বালি
এসো সবই নতুন হই বিপ্লবীর পায়ে।


এসো মানুষ বিলিয়ে দাও নিজেদের উদ্ভাসিত যৌবন
চল দলে দলে যোগ দিই,যে যার মতো
জীবন আর যৌবনের সঙ্গমে আপ্লুত হই।