তুমি যাই বলো
আমি আমার স্বাধীনতা
ভরা বাজারে বিকোতে চাই
যদিও আমার খুব বেশী মুক্ত আকাশ নাই
বিশ্বাস করো,আর নাই বা করো তবুও - -
যতোটুকু আছে তোমার কাছেই বিকোতে চাই।


আমি বিকোতে চাই
দক্ষিণা জানালার স্বাধীনতা
সিঁথানে জোছনার ঢেউ
নেবে!নেবে নাকি কেউ?
সত্যি বলছি বিকোতে চাই
যদিও তেমন কিছুই নাই।


আমি বিকোতে চাই
কবির নিবিড় শব্দের মায়াজাল
মরণ ব্যধির এই কালো মহাকাল
আমি বিকোতে চাই
ধর্মজীবিদের প্রকাশ্য নিষ্ঠুর নির্লজ আস্ফালন
আর ভেতরে জমানো প্রতিবাদের ঘৃণিত উচ্চারণ।


আমি বিকোতে চাই
হালসময়ের রাজনীতির ধুরন্ধর আন্ধার পথ
সমতা আর সততার নামে মিথ্যার দৃপ্ত শপথ।
সত্যি আমি বিকোতে চাই
পোশাকের আদলে আবৃত কিছু অমানুুষ
আর খুব- -ই অল্প দামে কিছু নির্মোহ বিশ্বাস।


আল্লার কিরা বিশ্বাস করো
সত্যি বলছি আমি বিকোতে চাই
আমিকে-আমার দামে।