কেন বিনিদ্র রাতে নিয়তি কাঁদে তা শুধু বিরূপ বসন্ত জানে
যেখানে দীর্ঘ রাত ওড়ে লুণ্ঠিত পরিধান খুলে  ভীষণ অভিমানে


সেখানে বনস্থলী উধাও,দোয়েল ফিঙে নীরব নিথর তাদের ডানা
নীল আকাশে মনের সুখে উড়তে তাদের আজ কেনই'বা মানা!


এতোদিন যে নারী তার উঠোনে বিছাতো মুঠো মুঠো সোনালী ধান
সেই নারী আজ ব্যাস্ত কেন পাখিদের ভাঙাতে শুধুই মান।


ঝড়ের কবলে ধানের মতো পাখিরাও বুঝি অজানার পথ ধরি
ফেরৎ কেবল আসলো চুপি অভাবের চুমু চিবুকের পথ ফিরি।


এখন আর কাউকে দেখেনি আসতে পাড়ার মসজিদে আযানের পরে
কিসের কারণ  হয়েছে উধাও শত মুসুল্লি, অজানা কোন জ্বরে!


তুমিও আসনি কেন আসনি জুঁই চামেলির ঘ্রাণে
কোন মরুতে হারিয়েছো তুমি আল্লাহ শুধু জানে।