যতোটুকু দিয়েছো আমায়
আমি ততোটুকুই নিয়েছি
যেটুকু আয়োজনে তুমি,
বুকের দহন ছুঁয়েছো মন
সে-টুকুই ভিঁজিয়েছি--
ভোরের শিশিরে তনুমন।


রাঙা প্রভাতের প্রথম আলোয় যতোটুকু
আলোকিত করা যায় অন্ধকার,
আমি ঠিক ততোটুকই নিয়েছি।
আপন করে একান্তে তোমার কাছে
চাইতে পারিনি সর্বস্ব,ভেবোনা
ইচ্ছা ছিলোনা এর চেয়ে ঢের বেশি।


তুমি বলেছ বলে
পূর্ণিমার আলোক করা চাঁদটাকে
দেখেনি অমন করে
ছুঁতে যাইনি তার অমল প্রেম।


নির্ঘুম রাতের চোখে
জোছনার মায়া আঁকিনি
সারা রাত্রি ভর।
তবুও যতোটুকু দিয়েছো আমায়
আমি ততোটুকুই নিয়ে--
বিরহের সাথে করেছি প্রনয়।