কতোটা কষ্টে ভুলে গেছি তারে
ঠিক ছাই চাঁপা আগুনের মতো
কখনও মনে পড়েনা কখনও বা পড়ে
রক্তের সাথে মিশে গেছে অজান্তে
ভয় শংকা আর ভীরুতা।
গভীর একাকিত্বে ছায়ার মতো পাশে
তছনছ বুকে আতংক ছড়ায়
চোখ বুজে তারে দেখি চেতন অবচেতনে
পোষ মানা পুরনো অসুখের মতো।
ভুলতে গিয়েও পারিনি ভুলতে
মৃত্যুর মতো শোকেও- -
বারুদের গন্ধে বিমোহিত হয়
পারিজাতহীন বধ্যভূমি।
মূর্তিমান প্রেমিকের আগমনে
আবিষ্ট প্রেম মৃত্তিকায় মিশে গেছে
কোথায় খুঁজবে তারে?
চারদিকে শুধুই শুন্যতার বোধ
যেন কিছু ছিল যেনো কিছু নেই।
এখন আমরা সবাই
ফিনফিনে অন্ধকার গায়ে মেখে
কে কার ভেতরে ঢুকে গেছি কখন
জানিনা কেউ।