এরকম কি দেখেছ কখনো?
মূর্হতে তছনছ সবুজের পর সবুজ
ত্রাসের আগুনে পুড়ে পূর্ণিমার চাঁদ
ছলাৎ ছলাৎ নদীর ঢেউ থমকে দাঁড়ায়- -
স্রোতহীন, ভয়ে স্থীর উজান ভাটি।


দেখেছ কি কখনো!
বোতল বন্দি মানুষের মুখে কলূপআঁটা হাহাকার
শুনেছ কি কখনো!
কথা বলবো,বলবো বলে তাদের বোবা চিৎকার।


স্রোতহীন নদীর জলের সাথে প্রচণ্ড আর্তনাদ
গুচ্ছ গুচ্ছ ছোপ ছোপ কৃষ্ণচূড়ার মতো শোকের প্রতীক
এরকম দেখনি কখনও তুমি!


কখনও দেখনি কেউ
আলো আঁধারিতে এখানে
কেউ কারো চোখে চোখ রাখেনা
এখানে প্রাণ খুলে ভালবাসতে পারেনা।


এখানে প্রাণের চিৎকার মানে বদ-হজমের ব্যারাম
এখানে ভর পূণ্ণি মানে আমার উঠোন জুড়ে জলন্ত শ্মশান,
এখানে স্বাধীনতা মানে বোতল বন্দি মানুষের সকল চাওয়ার অবসান।