যদি কখনো পতিত জমিনে দেখা হয় তোমার সাথে
ডেকে নিও আমায়---
নিভৃতে চাষ করে দেবো
চাষের সকল কৌশল আমার জানা, সে--ই আদিকাল হতে
আছে ভীষণ অভিজ্ঞতা।
জানা আছে অতিবৃষ্টি আর অনাবৃষ্টির গতি-প্রকৃতি
ভয় নেই নির্বিগ্নে চাষ করতে পারি,
শিখে গেছি লাঙলের জটিল নিয়ম
কতোটুকু কর্ষণে জরায়ুর মুখে বীজ রোপন করতে হয়,কতোটুকু জলে স্থিমিত হয় সোমত্ত যৌবন।
জানি কতোটুকু দহন শেষে বোশেখের ---
তুমুল বেনোজল ডাকে।
সহজে বলিনি কিছু --- ভেবোনা অবুঝ
নিশিত তিমিরের ডাক শুনে যখন উচ্ পিচ্ উঠে মনে
তবে আর দ্বিধা কেনো?
ডেকে নিও আমায়---
সুষম সবুজ ঘাসকে অপরূপ শয্যা বানিয়ে
সে শয্যায় রাতের জেনাকির আলো জ্বালাব।
দক্ষিণা বাতাসে শরীরের উষ্ণ ঘাম মুছে--
খুলে দেবো বুকের প্রতিটি বোতাম।
ভয় নেই কোন,নেই কোন দ্বিধা
ডেকে নিও আমায়--
আমিও শিখে গেছি চাষের সফল কৌশল
আদিম চাষাদের মতো সঠিক নিয়ম, সঠিক শৃঙ্গার।