চলো অন্ধকার খুলে রাখি, পাশেই রোদ্দুর
করতলে গাঁঢ় অমানিশা চেপে আছি
সোনালী জোছনায় হেঁটে হেঁটে বাড়ী ফিরব বলে,
বাড়ী মানে কবিতার মায়াজাল
প্রিয়ার চুলের ঘ্রাণ অনাধিকাল।


বাড়ী মানে তিল তিল গড়ে গড়ে তোলা সৌন্দর্যর গল্পো
বাড়ী মানে ভরা জোছনায় ছোবানো সুখের ঘ্রাণ
বাড়ী মানে জানালার ফাঁকগলে
সিঁথানে উপচে পড়া জোছনার প্রাণ।