আমার ইচ্ছেরা এসে দরোজায় দাঁড়ায় প্রতিনিয়ত
ক্লান্তির নিকট নুয়ে আসা একাকি রাতে,
অশেষ বাসনায় মগ্নতা চেপে রাখি প্রেমার্দ্রবুকে
দ্বিধাগ্রস্ত জেগে-চেয়ে থাকি রাতের শিথানের জানালায়
দেখি,কিভাবে দগ্ধ ক্ষত বুকে নিয়ে নিঃসঙ্গ চাঁদের নিরুদ্দেশ যাত্রা।
সভ্যতার চিবুক বেয়ে নেমে আসা চোখের শিশির
নিসর্গ নগরের হদয়জুড়ে  মর্মর খেলায় মত্ত
অথচ এই ব্যাথার শিশির ধারায় স্বপ্ন আঁকি প্রতিদিন পরম পিপাসায়।
সকল ইচ্ছের ফসল সাজিয়ে বুকের ভেতর নিভৃতে মেতে উঠি--
অনাগত প্রাপ্যের উল্লাসে।
যাকে হৃদয় দিয়ে চাইছি আমি
তার ইচ্ছেগুলো কবাট খুলে ভেতরে আসুক স্বপ্নপুরণে
কোন এক হেমন্তের নতুন ফসিল দিনের মৌ মৌ ঘ্রাণে ভীষণ উৎসাহে।
বার বার জন্মের ক্লেদে ভেসে যাওয়া ইচ্ছেগুলো
যদি রাখতে না পারি নোনাজলে ধুয়ে আসা এই ফসলিম সংসারে,
গ্লানি ছুঁড়ে দিও আমার জীবনবোধে--
ললাটে লিখে দিও পরাজয় আর মৃত্যু।