এখন কি কেউ কারো দায় নেয়?কখনও নেয়না,নিতে চায়না
ব্যাথার প্রবাল দ্বীপে কারো সাথে যদি কদাচিৎ  দেখা হয়ে যায়
চেনা মানুষও কী সহজে মুখ ফিরিয়ে নেয়
ঠিক যেনো অচেনা মানুষের অবয়বে।


অতচ দ্যাখো একদিন মাধবীলতার মতো- -
ভালবাসার নমনীয় আঙুল গুলো কুটিয়ে কুটিয়ে
ভালবাসার খুঁজে কাটিয়ে দিতো বেলা-অবেলা
আজ সময়ের ফেরে ভুল করেও কেউ জানতে চায়না
কেমন আছি? পুন্নিমাহীন নষ্ট প্রান্তরে!


যদি কখনও কোনদিন,নিয়তির চোখে চোখ রেখে জানতে চাও
কোথায় আছি,কিভাবে আছি
আর প্রাণহীন কেমনে বাঁচি?
তখন না হয়,চোখের ভেতর জলছবি এঁকে
চিরকালের সব দায় তুলে নেব একাকি নিভৃতে।