আমারে এমন কইরা ডাহো কেন!মাইজ রাইতে তাও
আমি অবুঝ তাই ভেবো? বুকের গহীনে কি যেনো ঘাই মারে
তোমার ডাহে উচপিচ উঠে মনে, তুমি ভাবো খুব ভালা আছি তাইনা এই সংসারে।
আহারে! বাজা সুখ অমন কইরা আমার গাঙে কেরে নাও বাও।
বয়সের তফাৎ অনেকখানি বুঝনা, কোন সুখে করি ঘর
অবুঝের লাগান ডাক মারো যহন তহন!
উইঠা আসলে যদি চোখ্খে পড়ি কারো?
ভাইসা মাসের গাঙের লাহান শরীরে ডাহে বান
তোমারই লাগি এহন কাইন্দা মরে পোড়া মন।
সারাদিন কেটে-কুটে মরি একপাল পোলাপান সহ তারে করি যতন
সংসারের সতীনরা পান মুখে জাবর কেটে ঠোঁট করে লাল,
তাদের কথার জ্বালায় গতরে বাড়ে ভীষণ জ্বাল।
দিন রাত্তির একাকার সাধের শইলে জ্বলে আগুন
যদি'বা রাত-প্রহরে সখ উঠে মনে।
দিন রাইত জ্বলিয়ে মারে বেশুমার খিদে সোমত্ত যইবনে
আহারে পোড়া শইল নেভেনা কেন তারি উনুন।
আমারে এমন কইরা ডাহ কেন, বেহাইন কিবা মাইঝ রাইতে
যদি'বা ডাহিও কোন এক নিরালা পোড়া দুপুরে
দেহিও কেমনে বাসা বাঁধি তোমার বুকের ভিতরে
আহারে দরিয়ার বেশুমার খিদে, সোনার শইল আমার যে শুধু পুড়ে।