(১)


দূরত্ব চেনায় বহু পথ,অলি-গলি আলপথ
চাইনা- -। তবু মনে পড়ে
একদিন চলতে চলতে থেমে যায় চলার রথ  


(২)


নিজের সাথে নিজের অনেক না বলা কথা
চাইনা- -। চাইনা মনে পড়ুক, এ-যেনো- -
জীবন মানে জোড়া-তালির এক ছেঁড়া পাতা?


(৩)


হাসছি বলে ভেবোনা, তোলপাড় নেই ভেতরে
চাইনা- -। হাসির খবর কেউ জানুক
দেখলনা কেউ নীরব ব্যাথার  ঢেউ,খেলে অন্দরে।