সেই একা!আজও দাঁড়িয়ে আঁকা বাঁকা পথ চেয়ে তার
বিষণ্ণ দুপুরের ক্লান্ত দেহে
পাখিদের কিচিরমিচির পারেনি কাটাতে একাকিত্ব
হয়তো তাই,অজান্তেই ডাকে অবিরাম
নিয়ম করে ক্লান্ত সময়ের সাথে
আর আমি তাকিয়ে থাকি অচেনা দিগন্তের পানে।
পেছনে ফেরার সময় হয়নি কখনও
হাজারও মেটোপথ মারিয়ে
চলেছি একা। শিশিরস্নাত ভোর পেরিয়ে
তবুও সময় মহাকাল ধরে স্থির দাঁড়িয়ে
হয়নি কথা মুখোমুখি, তবুও অপেক্ষা--
তার ডাকের মিষ্টি সুরের
সবুজ শস্যের আইল পথ ছাড়িয়ে।
দিনান্তের শেষে যখন সময় হল
গুধূলী লগ্নে তুমি ঘাস ফড়িঙের বেশে
অচেনা নীড়ের খোঁজে,তখন'ই দেখি
আমার'ই মতো তোমার নেই কেউ পাশে।