কতোবার চেয়েছি ফিরে এসো নিশ্চয়তা, ফিরে এসো দাহিত প্রেম
তোমার লাগি ব্যাথার রোদনে পুড়িয়েছি , আমার সকল চাওয়া
কোথাও প্রেমময় বন্ধন,কোথাও স্নেহময়ী সুশীতল ছায়া
কোথাও অন্ধকারে ক্ষিণ আলোটুকু ও পাইনি কখনো
পাইনি কোন বিনীত  ক্ষমা।
দিনরাত আলো চষে, শেষে অন্ধকার পুরেছি মুঠো মুঠো
নিশ্চয়তা!তুমিতো আশ্রয়,আমার স্নীগ্ধ নীড়
মায়ের আঁচলতলের উত্তাপ তুমি জীবনভর।
আমি শোষিত আজ জীবনের লেনদেন
আমার এখন মুঠোভরা বিরূদ্ধ বাতাস,
আমি ধ্বংসিত চেতনার ক্ষমাহীন বিষাক্ত নোখে-----
রক্তাক্ত দু'কুল, ভেতর ও বাহির।
এখন আমার মসৃণ গলায় চেপে বসে থাকে অপেক্ষায়,
নৈরাজ্যের করাতকল
অন্ধকার রাত্রির দিশাহীনতায়,আমায় এখন ভীষণ পোড়ায়।
তাইতো গুটিয়ে রাখি নিজেকে, অবিশ্বাসের স্বরব ডানায়
অথচ অগ্রানের বিশ্বাসী চাঁদ বলে যায় অবিশ্বাসী নাম।
সুযোগে ফুসফাস ফণা তুলে কেউ
আমি কেন যে শুধু হরিনাম জপি
অনিশ্চিতের ডানাহীন প্রান্তরে ফাঁও।