রঙধনুর রঙে ভেঁজা বৃষ্টির ঘ্রাণে আর কতোকাল?
তোমার নামে আকাশ নদী পাহাড় সমুদ্র দেখা সব সব শেষ
চোখে মুখে নীল বেদনার ছাপে ভালবাসা এঁকেছি
বন্ধ্যা চাঁদে জোছনা ছড়িয়েছি বহুবার,
অথচ তুমি কি দেখনা হৃদয়ের গভীরে ব্যাথার বর্ণমালা?
তুমি কি দেখনা আমার বুকে বরফের মত জমে আছে অবিশ্বাস্য বকুলের ঘ্রাণ?
একি! কার হাত থেকে নিয়েছো নগ্ন গোলাপ!
তবে কি ভুল করে বার বার তোমার করতলে রেখেছি হাত?
আমি কি ভুল দেখে,ভুল ভেবে জেগেছি বিনিদ্র রাত?
খোলা নীলাকাশের নীচে করেছি অনন্ত অপেক্ষা
তবুও তুমিতো ফেরনি,ফেরা হয়না তোমার।
আমার শিথানের জানালার ফাঁকগলে এসেছে বৃদ্ধ ফাগুন অলিক পূর্ণিমা,
টানানো মশারীতে লেগে আছে কুয়াশাকাতর বিন্দু বিন্দু জোছনা।
অঘ্রাণের শিশিরে ভেঁজা নতুন ধানের ঘ্রাণ ফেলে যেওনাকো আর,
সবুজ নরম ঘাসের মতো বিছানা ছেড়ে যেওনাকো আর
ফিরে এসো ফিরে এসো তুমি, জীবনের এই শুন্যতায়।
ফেলে আসা ঘ্রাণের খোঁজে হাঁটে মাঠে, ঠোঁটে ঠোঁটে
বেদনার নীল জলে ডুবোনাকো আর
ভোরের চিক্ চিক্ শিশিরে খোঁজনাকো আর
ফিরে এসো ফিরে এসো তুমি মৃত্তিকার ঘ্রাণে
তুমি ফিরে এসো আমার বিগলিত প্রাণে।