ছোট ছোট দীর্ঘশ্বাস আলত করে স্বযত্নে
বুকের গভীরে জমা রাখি
সময় যায় বাড়তে থাকে স্বযত্নে রাখা দীর্ঘশ্বাস
সে শুধু গুমড়ে মারে দিবানিশ।
মাঝে মধ্যেই ভাবি-এর থেকে কিছুটা
রফতানি করার-- কোন দুরদেশে,
যেমন করে আরাকান থেকে রোহিংগাদের
ইসরাঈল ফিলিস্তিনদের জেরুজালেম থেকে।
তা-ভাবতে ভাবতে বিছানায় আশপাশ করি
ভাবনার বোঁটা থেকে জেঁকে বসে অন্ধকার - - -গুমোট অন্ধকার।
আর এই অন্ধকারেই জখম হয়, কিছু নির্মল মৃত্যুর
অথচ মৃত্যুর আগে--
সবার মতো দীর্ঘশ্বাস পুষে রাখি বুকের গহীনে।
তবুও প্রেম তীব্র চোখে
বুকের 'পরে উঠানামা করে বাঁচার নিরন্তর আকাঙ্খায়
দিনান্তের ছিপি আটকে অন্ধকারে --
দীর্ঘশ্বাসের ফাঁকগলে দিয়ে যায় হাজারও চুম।
নেমে আসি, আদি-অন্ত নিশুতি রাতে ক্ষতবিক্ষত নির্জন হৃদয়ে,
তখন শুধু টের পাই কোথায় যেনো,হৃদয় পোড়া টান লাগে।
বুনো কষ্টের নীল দহনে ভারী নিশ্বাস টেনে,
ধ্যানমগ্ন যিশুর ন্যায় চেয়ে থাকি
নির্মল কোন ভোরের।